তালায় বৈদ্যুতিক সর্টসার্কিটে যুবকের করুন মৃত্যু

0
0
জহর  হাসান সাগরঃ সাতক্ষীরার তালায় বৈদ্যুতিক সর্টসার্কিটে এক যুবকের করুন মৃত্যু হয়েছে।   তিনি হলেন  বলারামপুর গ্রামের মফিজুল ইসলাম বাবুর ছেলে, আমানউল্লাহ (১৭)। রবিবার (২৭ জুন) দুপুর ১২ টার সময়  পাটকেলঘাটা- মাগুরা সড়কের ফলেয়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে ।
সূত্রে জানা যায় যে । খুলনা সরকারী সুন্দরবন কলেজের রাষ্ট্রবিজ্ঞান এর প্রভাষক মোঃ তৌহিদুজ্জামন ফলেয়া মাঠে প্রায় ১০ বিঘা জমিতে উদ্যোক্তা হিসাবে পরীক্ষামুলক ড্রাগন ফলের চাষ শুরু করেন সম্প্রতি। ঐ বাগানের শুরু থেকে কলেজ বন্ধ থাকায় দৈনিক মজুরীতে কাজ করতেন নিহত আমানুল্লাহ। প্রতিদিনের মতো আজ কাজ শেষে পাশ্ববর্তী বাগানের বিদ্যুৎ সংযোগ গ্রাহক সাহেরা বেগম, স্বামী নাজীর বিশ্বাসের ব্যবহারিক বিদ্যুৎ মিটার যাহার হিসাব নাম্বার ০৬-০২৮-৩৫৫৮ থেকে অবৈধভাবে তাঁর ছাঁড়িয়ে আনছিল। এ সময় ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইনের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমানুল্লাহ রাস্তার উপরে মৃত্যুবরণ করে। এ বিষয়ে বাগান মালিক জানিয়েছেন,তিনি খুলনাতে কর্মরত। সে কারণে বাগানে অসাবধানতা ফলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন। এ বিষয়ে সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম জানিয়েছেন,তদন্ত করে সমিতির নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানিয়েছেন,বিষয়টি  তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here