মনিরুজ্জামান মিল্টনঃ সম্প্রতি নারী নির্যাতন ও পাচারের সাথে জড়িত, বহুল আলোচিত গুলিবিদ্ধ টিকটক বাবুর দুই সহযোগী যশোর জেলার অভয়নগর উপজেলার স্থায়ী বাসিন্দা বলে খোজ পাওয়া গেছে। টিক টক বাবুর দুই সহযোগী সাগর গাজী (২৩) এবং তানিয়া র পরিচয় ভিডিও দেখে সনাক্ত করেছে তাদের পরিবার এবং স্থানীয় জনগন। সাগর গাজীর বাড়ী অভয়নগর উপজেলায় শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামে। পিতার নাম কামরুল গাজী।তার পিতা কামরুল গাজী পেশায় একজন কাচামাল ব্যবসায়ী। তিন ভাইয়ের মধ্যে সাগর সবার ছোট। পারিবারিক সুত্রে জানা যায় সাগর ছোট বেলা থেকে নাচ গানে আগ্রহী ছিলো। দিন দিন সে বখাটে ছেলে মেয়েদের সাথে জড়িত হয়ে নেশায় আসক্ত হয়ে পড়ে। তাকে পথে ফেরাতে ব্যার্থ হয়ে পরিবারের লোকজন সাগরকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর থেকে সে নিখোঁজ ছিলো। সে ফুলতলা ইউনিয়ানের রি-ইউনিয়ন মাধ্যমিক স্কুলে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তানিয়ার বাড়ি বাঘুটিয়া ইউনিয়ানের শিবনগর গ্রামে। বর্ত্অমানে সে ও তার পরিবার পলাতক আছে। স্থানীয় সুত্রে জানাযায় তানিয়া ও তার ছোট বোন এই গ্রামে মা শাহিদা বেগমের সাথে বসবাস করতো। তার বাবা শাহাদাত হোসেন পাশের গ্রামে ভাটপাটপাড়ায় বসবাস করেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান ছোট বেলা থেকে তার চরিত্র ছিলো ডান পিঠে স্বভাবের। নাচগান করে বেড়াতো সেই সাথে যুবক ছেলেদের সাথে উঠাবসা করতো। সর্বপরি উভয়গ্রামের বাসিন্দারা তাদের এধরনের কৃতকর্মের জন্য উপযুক্ত বিচার দাবি করেন। সেই সাথে সমাজের অভিভাবকদের কে সতর্ক করে আশা প্রকাশ করেন আর যেনো কোনো সন্তান এমন ভাবে গড়ে না ঊঠে।