আজ কবিরত্ন ডা. শেখ নূর মহম্মদের ৪র্থ মৃত্যু বার্ষিকী : বিনম্র শ্রদ্ধা

0
5

বিলাল মাহিনী, বিশেষ প্রতিনিধিঃ
শেখ নূর মহম্মদ। প্রগতিশীল ও অসাম্প্রদায়িক কবি। পেশায় হোমিও চিকিৎসক। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়েপড়া এক সাহসী যোদ্ধা। সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের অগ্রপথিক। মুক্তচিন্তক এই খ্যাতিমান কবি ২০১৯ সালের এই দিনে (২২ মার্চ) এই ধরাধাম থেকে চিরবিদায় নেন।
যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী সিংগাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৬ সালের ১৫ এপ্রিল জন্ম গ্রহণ করেন তিনি। পেশায় একজন হোমিও চিকিৎসক হলেও মূলত কবি হিসেবেই তার পরিচিতি দক্ষিণাঞ্চল  (যশোর-খুলনা) তথা অভয়নগরে। ছাত্র জীবন থেকেই সাহিত্য ও কবিতার সাথে পদচারণা তাঁর। ১৯৫৭ সালে জন্মভূমি সিংগাড়ীতে সবুজ পাঠাগার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। আর এ পাঠাগার থেকে বের হয় তাঁর সম্পাদনায় ‘সবুজের ডাক’ পত্রিকা। প্রগতিশীল চিন্তা ও ক্ষুরধার লেখনীর স্বীকৃতি স্বরূপ ৩৪তম ‘আন্তর্জাতিক গাঙচিল লেখক সম্মেলনে’ তিনি ‘কবিরত্ন’ উপাধি লাভ করেন।

যশোর-খুলনার অসংখ্য সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনে নেতৃত্ব দিয়েছেন তিনি। তিনি গাঙচিলের আজীবন সদস্য ছিলেন। নওয়াপাড়ার ‘কবিকথা’ ও যশোরের ‘বিদ্রোহী সাহিত্য পরিষদ’র সক্রিয় কবি ও সংগঠক ছিলেন তিনি। এছাড়াও তিনি সিংগাড়ী আঞ্চলিক গণগ্রন্থাগার ও ভৈরব সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে ‘স্বাধীনতা স্মারক ও বিশেষ সম্মাননা’ লাভ করেন। তিনি ছিলেন উক্ত দুই প্রতিষ্ঠানের আমৃত্যু প্রধান উপদেষ্টা।  তাঁর প্রকাশিত কাব্য গ্রন্থের মধ্যে রয়েছে-‘রক্ত নাচন’, ‘উত্তপ্ত পৃথিবী’ ও ‘ক্ষুধার্থ পৃথিবী’। ২২১২ গেজেটধারী এ বীর মুক্তিযোদ্ধা ও কবির আজ (২২ মার্চ) ৪র্থ মৃত্যু বার্ষিকী। তাঁর মৃত্যু বার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ভৈরব সংস্কৃতি কেন্দ্র’র সভাপতি নাট্যকার হাফিজ আকুঞ্জী, সাধারণ সম্পাদক শিল্পী সব্যসাচী বিশ্বাস, নির্বাহী সম্পাদক কবি বিলাল মাহিনী সহ সিংগাড়ী আঞ্চলিক গণ-গ্রন্থাগার, অভয়নগর তরুণ পাঠাগার নেতৃবৃন্দ। আরও শ্রদ্ধা জানিয়েছেন ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাস্টার আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইরানসহ নেতৃবৃন্দ।

বিলাল মাহিনী
২১/৩/২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here