মনিরুজ্জামান মিল্টনঃ যশোরে গত দু, তিন দিন ধরে শীতের তীব্রতা বেড়ে গেছে। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে সকালের দিকে কুয়াশার চাদরে মুড়ে থেকেছে যশোরের অধিকাংশ অঞ্চল।
সকাল ১০-১২ টা অব্দি কুয়াশা এতটাই ঘনিভুত হচ্ছে যে, মহা সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। যানবাহন গুলো কে দিনের বেলা হেড লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। শীতের তীব্রতার কারণে মহাসড়কে ইঞ্জিন চালিত ভ্যান-রিক্সা ইজিবাইক এর সংখ্যা কমে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের মতে বছরের শুরু হলো ১০ডিগ্রি তাপমাত্রা রেকর্ডের মধ্য দিয়ে। তাপমাত্রা কমার পাশাপাশি শীতের তীব্রতা বাড়ার কারনে মানুষের শীত জনিত রোগ ডায়রিয়া, শ্বাসকষ্ট, পেটের পীড়া সহ নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে।
যশোরের অধিকাংশ হাসপাতাল ও ক্লিনিক সুত্র থেকে জানা যায় শীত জনিত রোগে আক্রান্ত বয়স্ক ও শিশু রুগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে।
এদিকে পথশিশু, ছিন্নমুল মানুষ সহ নিন্ম আয়ের মানুষেরা পড়েছেন চরম বিপাকে। একদিকে কন কনে শীত নিবারনের জন্য পর্যাপ্ত শীত বস্ত্রের অভাব সেই সাথে উপর্জন কমে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জীবন।