আফগান ক্রিকেটারদের আইপিএল সহ সবধরনের ক্রিকেট খেলতে তালেবানের অনুমোদন

0
0

ডেস্ক নিউজঃ আফগানিস্তানের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না। এছাড়া তালেবানরা ক্রিকেট পছন্দ করে এবং ভালোবাসেন বলে জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ শিনওয়ারি। তালেবানরা ক্ষমতা দখল করলেও চলতি বছরের স্থগিত আইপিএলের বাকি অংশে খেলতে রশীদ খান ও মোহাম্মদ নবীদের কোন সমস্যা নেই বলেও জানানো হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট দল

আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি জানিয়েছেন, তালেবানরা ক্রিকেটকে পছন্দ এবং সম্মান করেন। তাদের জন্য ক্রিকেটের ক্ষতি হবে না। তিনি বলেন, ‘তালেবানরা ক্রিকেটকে পছন্দ করে। তারা শুরু থেকেই আমাদেরকে সহযোগিতা করে আসছে। তারা আমাদের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।’

পাকিস্তানে সিরিজের পর আফগান ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেওয়া হবে কি-না এমন প্রশ্নের জবাবে সিইও জানিয়েছেন, বোর্ড অনুমতি দিয়েছে। বাকিটা ক্রিকেটারদের ওপর নির্ভর করবে। আইপিএল ক্রিকেটারদের জন্য বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি হবে জানিয়েছেন প্রধান নির্বাহী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here