স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলের ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি ভেঙে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। আজ তারা জ্যামাইকাকে ০-৩ গোলে পরাজিত করে এই রেকর্ড গড়েন। ছন্দে আছে ফুটবল জাদুকর লিওনেল মেসির আর্জেন্টিনা। একের পর এক ম্যাচে মাঠে নামছে আর জয় তুলে নিচ্ছে আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতায় আজকে তারা ৩-০ ব্যবধানে জিতেছে জ্যামাইকার বিপক্ষে।
বাংলাদেশ সময় আজ ভোর ৬টায় জ্যামাইকার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এই ম্যাচে জ্যামাইকাকে ৩-০ গোলে পরাজিত করেছে মেসিরা।
এই ম্যাচে জোড়া গোল করেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ম্যাচে বদলি হয়ে নেমে গোল দুটি করেন তিনি। অন্য গোলটি করেন আলভারেজ।
জ্যামাইকার বিপক্ষে এই জয়ের ফলে ব্রাজিল ও স্পেনের টানা অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা দল এখন টানা ৩৫ ম্যাচ অপরাজিত রয়েছে।
তাদের সামনে আছে কেবল ইতালির ৩৭ ম্যাচে অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড।