মেয়েকে শেষ বিদায় জানিয়ে দলে ফিরলেন পাক হার্ড হিটার ব্যাটসম্যান আসিফ আলি

0
2

সমাজের কন্ঠ স্পোর্টস ডেস্ক – মেয়েকে শেষ বিদায় জানিয়ে দলে ফিরলেন পাক হার্ড হিটার ব্যাটসম্যান আসিফ আলি। কন্যার দাফন সম্পন্ন করে পাকিস্তান জাতীয় দলে যুক্ত হতে শনিবার ইংল্যান্ডের পথে যাত্রা করেছেন ক্রিকেটার শোকার্ত আসিফ আলী। অকালে মৃত্যুবরণ করা এই কন্যাকেই নিজের শক্তি ও অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন আসিফ। ক্যান্সারে আক্রান্ত হয়ে আসিফের ১৯ মাস বয়সী কন্যা নুর ফাতিমা যুক্তরাস্ট্রে চিতিৎসাধীন অবস্থায় গত রোববার মারা যান। যে কারণে ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসেন আসিফ। বৃহস্পতিবার পাঞ্জাবের ফয়সালাবাদে ফাতেমাকে দাফন করা হয়। এক টুইট বার্তায় ২৭ বছর বয়সি আসিফ লিখেছেন,‘ নুর ফাতিমাকে আমি যোদ্ধা হিসেবে স্মরন করতে চাই। সে ছিল আমার শক্তি ও অনুপ্রেরনা। তার সুবাস সব সময় আমি বয়ে বেড়াব। সে আজীবন আমার হৃদয়ে বসবাস করবে। আমি আবারো সবার কাছে আমার এই রাজকন্যার জন্য দোয়া কামনা করছি। ’ বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তানের প্রাথমিক স্কোয়াডে ছিলেন না মিডল অর্ডার ব্যাটসম্যান আসিফ। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে পরাজিত হওয়া ওয়ানডে সিরিজে দুটি হাফ সেঞ্চুরি করায় তাকে স্কোয়াডভুক্ত করা হয়েছে। আগামীকাল রোববার কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে অনুশীলন ম্যাচে পাকিস্তান দলের হয়ে মাঠে নামবেন আসিফ। দলকে সমর্থন দেয়ার জন্য পাকিস্তানী সমর্থকদের প্রতি আহ্বানও জানিয়েছেন আসিফ। সমর্থকদের উদ্দেশ্য করে তিনি বলেন,‘আপনাদের দোয়া এবং নি:শর্ত সমর্থন কামনা করিছ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here