কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২ এর প্রাইজমানি ঘোষনা

0
0

ডা. শাহরিয়ার আহমেদঃ ঘোষিত হয়েছে ফিফা কর্তৃক কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২ এর প্রাইজমানী।

২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি

মোট বাজেট ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার।
যা বাংলাদেশি টাকায় ৩ হাজার ৮শত কোটি টাকা।
যা ২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে ৩০০ কোটি টাকা বেশি।

বিশ্বকাপ ২০২২ এর চ্যাম্পিয়ন দল পাবে-
৪২ মিলিয়ন মার্কিন ডলার
বাংলায় ৩৬১+ কোটি টাকা

আর রানার্সআপ দল পাবে-
৩০ মিলিয়ন ডলার
যা বাংলাদেশি হিসেবে ২৫৯+ কোটি টাকা।

৩য় স্থান দল পাবে-
২৭ মিলিয়ন ডলার
যা বাংলায় ২৩৩+ কোটি টাকা।

চতুর্থ স্থান দল পাবে-
২৫ মিলিয়ন ডলার
যা বাংলায় প্রায় ২১৬ কোটি টাকা।

যারা কোয়ালিফাই খেলবে তারা পাবে-
১৭ মিলিয়ন ডলার
যা বাংলায় ১৪৬+ কোটি টাকা।

শেষ ১৬ তে যারা থাকবে তারা পাবে-
১৩ মিলিয়ন ডলার
যা বাংলায় ১১২+ কোটি টাকা।

গ্রুপ পর্বে যারা বাদ পরবে তারা পাবে-
৯ মিলিয়ন ডলার
যা বাংলায় ৭৭+ কোটি টাকা।

শুধুমাত্র যে ৩২ দল বিশ্বকাপ খেলবে তারা প্রস্তুতির জন্য পাবে-
৪৮ মিলিয়ন ডলার
এর মধ্যে প্রতি দল পাবে-
১.৫ মিলিয়ন ডলার করে
যা বাংলায় প্রায় ১৩ কোটি টাকা।

আর সবচেয়ে আকর্ষণীয় কথা হলো
ফিফা আশা করছে যে তারা ২০২২ কাতার বিশ্বকাপে আয় করবেন ৭০০ বিলিয়ন ডলার।

এবার কাতার বিশ্বকাপ থেকে ফিফা সবচেয়ে বেশি আয়ের চিন্তা করছে।

Sports 24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here