অভয়নগরে এক নারীকে নকল স্বর্ণের বার দেখিয়ে গলার চেইন ও নগদ টাকা হতিয়ে নিলো প্রতারক চক্র

0
0

স্টাফ রিপোর্টার –  অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের এক নারীকে নকল স্বণের্র বার দেখিয়ে তার গলার চেইন ও নগদ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়েছে একটি প্রতারক চক্র। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারি মাছুম বিল্লাহর শ্বাশুড়ী ধোপাদী গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী ফরিদা বেগম(৫৫) নওয়াপাড়ার নূরবাগ থেকে ইজি ভ্যানে চড়ে হাসপাতাল গেট এলাকায় তার জামাই বাড়ি যাচ্ছিল। এ সময় যাত্রী বেশে তিন জন প্রতারক ওই ভ্যানে উঠে। ভ্যানটি পালস ক্লিনিকের কাছে পৌছালে ওই প্রতারকেরা গোপনে একটি মানি ব্যাগ ওই নারীর পাশে ফেলে রাখে। তারা অভিনয় করে বোঝায় ব্যাগটি কুড়িয়ে পেয়েছে। পরে ব্যাগ খুলে দেখায় তার মধ্যে একটি ভারী স্বর্ণের বার রয়েছে। প্রতারকেরা এ সময়ে নিজেদের মধ্যে ওটার  লাখ টাকা দাম হাকিয়ে কেনা বেচার অভিয়ন করে। যা দেখে ওই নারীর লোভ হয়। এসময়ে একজন প্রতারক বলে এটা আমারা কেউ নেব না। যদি আপনি(ওই নারী) ক্রয় করেন। এতে সম্মতি জানালে প্রতারকেরা ওই নারীর গলার চেইন খুলে নেয়। এবং তার কাছে থাকা কিছু নগদ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে। পরে ওই নারী তার জামাই বাড়ি যেয়ে হতভম্ব হয়ে ঘটনাটি সকলকে খুলে বলে। ততক্ষণ প্রতারকেরা লাপাত্তা হয়ে যায়। নওয়াপাড়া বাজারের এক স্বর্ণের ব্যবসায়ী জানান, এলাকায় এ ধরনের প্রতারণার ঘটনা প্রায়ই ঘটছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here