নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধি: যশোরের শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে দেশ পরিচালনা করছে বলেই দেশ এত দুরুত্ব গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
বর্তমান সরকার জনবান্ধব সরকার, তাই সম্প্রীতি, সৌহার্দ্য বজাই রেখে শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে।
সোমবার(৭ সেপ্টেম্বর) বিকালে শার্শা উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন শেষে উলাশী ও বাগআঁচড়া পূজা মন্দির আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাশের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মমকর্তা আতাউর রহমান, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ – উর – দৌল্লা সরদার অলোক, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, শার্শা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, বাগআঁচড়া পূজা মন্দিরের সভাপতি গোবিন্দ চ্যাটার্জী, সাধারণ সম্পাদক দীলিপ কুমার, উলাশী পূজা মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি নিন্তানন্দ মজুমদা, সাধারণ সম্পাদক উত্তম কুমার, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার।