অভয়নগর উপজেলার খ্যাতিমান ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফজলে মোবারক আর নেই

0
6
Dr. Fazol Mobarak (MBBS)

অভয়নগর প্রতিনিধি, মনিরুজ্জামান মিল্টনঃ যশোরের অভয়নগর উপজেলায় সর্বোজন শ্রদ্ধেয়,গুনিজন ডাঃ ফজল মোবারক সবাই কে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন।

আজ ০১/০৩/২০২৩ ইং রোজ বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফজল মোবারক কে গার্ড অফ অনার শেষে জোহর বাদ নওয়াপাড়া পীর বাড়ি মাদ্রাসায় জোহর বাদ জানাযা অনুষ্ঠিত হয়।
মৃত্যুকালে তিনি তার স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফজল মোবারক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন।
তার বেসামরিক মুক্তিযোদ্ধা গেজেট নং ২৬৯৬।
জানা যায় ১৯৪১ সালে জন্মগ্রহণ কারী ডাঃ ফজল মোবারক ছিলেন অভয়নগরের প্রথম এম বি বিএস ডিগ্রিধারী ডাক্তার।
ব্যক্তি জীবনে তিনি একদিকে ছিলেন মুক্তিযোদ্ধা, ডাক্তার,কবি, লেখক সহ অসংখ্য গুনের অধিকারী। এছাড়া এই মহান ব্যক্তত্ব বিভিন্ন সামাজিক সেবামুলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ সেবা করে সবার ভালোবাসার পাত্র হিসাবে পরিচিত।
তার মৃত্যুতে সমগ্র অভয়নগরবাসী শোকাহত।  সকলেই তার আত্নার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here