রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ ডুমুরিয়ায় চুকনগরে এক নিরীহ পরিবারের নিজ নামীয় রেকর্ডীয় ও শান্তিপূর্ণ ভোগদখলীয় জমি জবরদখল চেষ্টার পায়তারা করেছে এলাকার একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় ভুক্তভোগী অলোক কুমার ঘোষ বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যজিট্রেট আদালত খুলনায় ১৪৪/১৪৫ ধারায় ৭ জনকে বিবাদী করে জমি জবরদখলের শংঙ্কায় এমপি ৫৭৯/২১ নং একটি নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন । বিষয়টি আমলে নিয়ে বিজ্ঞ আদালত শুনানীনান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নালিশ জমিতে বর্তমান বাদীর দখল স্থিতিবস্থা রেখে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।অপরদিকে বিবাদী পক্ষদের লিখিত বিবৃত দাখিল করতেও বলা হয়েছে। প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে আদেশ কপি প্রেরণ করা হয়েছে তার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডুমুরিয়া থানাকে। বাদীর দায়ের কৃত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলা সাবরেজিস্ট্রী অফিস ডুমুরিয়া,মৌজা নরনিয়ায়,সিএস ৯২৩ এসএ ৯৫৪ খতিয়ান, বিআরএস ১১১০ খতিয়ানের ১১০০ দাগে মোট ৩০ শতক জমির রেকর্ডীয় ভোগদখলীয় পৌত্রিক সুত্রে মালিক বাদী পক্ষ। উক্ত জমির সরকারি রাজস্ব হাল খাজনা পরিষদসহ বাদী পক্ষ শান্তি পূর্ণ ভোগদখলে আছেন। কিন্তু এলাকার প্রভাবশালী ব্যাক্তি,পরসম্পাদ লোভী দেবাশীষ চক্রবর্ত্তী(কালিদাস) (৫০) এর নেতৃত্বে বাসুদেব দত্ত (৪২),নয়ন ঘোষ, (৬০),কানু মিত্র (৫০),ভানু মিত্র (৪৫) সন্তোষ ভদ্র (৬০),বিশ্বনাথ ঘোষ (৪৫) পূর্বপরিকল্পিত ভাবে তারা উক্ত জমি জবরদখল করে নেয়ার জন্য একাধিকবার চেষ্টা চালায়। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলাটি দায়ের করেন।
এবিষয়ে থানার সেকেন্ড অফিসার এসএই লক্ষণ দাস বলেন, উভয় পক্ষের নিষেধাজ্ঞার বিষয়টি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। কোন প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্নিত হওয়ার সুযোগ নেই।