বিশ্বের দুষিত শহরের তালিকায় প্রথম ঢাকা, দ্বিতীয় দিল্লি, তৃতীয় কোলকাতা

0
0
সমাজের কন্ঠ ডেস্কঃ সারা বিশ্বের দুষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর। অপরদিকে ভারতের রাজধানী দিল্লি আছে তালিকার দ্বিতীয় স্থানে।

গত বৃহস্পতিবার সারা বিশ্বের বাতাসের মানের সূচক নিরীক্ষণকারী আইকিউএয়ারে এই তথ্য জানানো হয়।আইকিউ এয়ারে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) ১৯৭ রেকর্ড করা হয়, যা অস্বাস্থ্যকর।অ’পরদিকে, দিল্লির একিউআই রেকর্ড করা হয় ১৮৯।

তালিকার শীর্ষ পাঁচে থাকা অপর শহরগুলো হচ্ছে উত্তর মেসিডোনিয়ার স্কোপিজে, পা’কিস্তানের লাহোর ও ভা’রতের অ’পর শহর কলকাতা। এই শহরগুলোর একিউআই রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৮৪, ১৮১ ও ১৭৯।একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসের দূষণের মাত্রার ক্যাটাগরিতে তা ‘অস্বাস্থ্যকর’ ধ’রা হয়।

দূষিত এই বাতাসের প্রভাব সকলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে শি’শু, বৃদ্ধ ও রোগীরা এতে প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁ’কিতে পড়তে পারেন।একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসের দূষণের মাত্রার ক্যাটাগরিতে তা ‘চরম অস্বাস্থ্যকর’ ধ’রা হয়। একে স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।

এই অবস্থায় শিশু, বৃদ্ধ ও অ’সুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকতে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরাম’র্শ দেয়া হয়।এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকার একিআই রেকর্ড করা হয়েছিলো ২০৪। তবে ওই সময় ভা’রতের দিল্লি ২৪১ একিউআই নিয়ে তালিকায় শীর্ষস্থানে ছিলো। ১৯৫ একিউআই নিয়ে তালিকায় তৃতীয় স্থানে ছিলো স্কোপিজে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here