গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ।এলাকা পুরুষশূন্য

0
1

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের পার-চন্দ্রদিঘলিয়া ও চরশুকতাইল দুই গ্রামের অধিপত্য বিস্তার করা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।এই ঘটনার পর থেকেই চরশুকতাইল এলাকার আহতদের মামলার পর গ্রেফতার এড়াতে সদর উপজেলার পার-চন্দ্রদিঘলিয়া গ্রামে ঘটনার ৭দিন পার হলেও এলাকাটি এখনও পুরষশূন্য রয়েছে। গ্রেফতারের ভয়ে যুবক ও বয়স্করা গা ঢাকা দিয়েছেন। বাড়িগুলোতে বৃদ্ধ, মহিলা ও শিশু ছাড়া কেউ অবস্থান করছেন না। পুরো গ্রামটি এখন থমথমে অবস্থা বিরাজ করছে।ওই গ্রামের পরিস্থিতি সামলাতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামের গুরত্বপূর্ণ স্থানগুলিতে পুলিশের টহল অব্যহত রয়েছে।সরেজমিনে গ্রামটি ঘুড়ে দেখা গেছে সংঘর্ষে গরিব ও অসহায়দেরও দোকান পাট ভাংচুর করা হয়েছে। মামলার পর থেকে পার চন্দ্রদিঘলিয়া গ্রাম পুরুষ শূন্য রয়েছে।বাড়িগুলোতে বৃদ্ধ, মহিলা, শিশু ও গবাদি পশু ছাড়া কোন পুরুষকে দেখা যায়নি। গ্রামের সকলের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কোন কাজ ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। পুরো গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।প্রসঙ্গত, গত শনিবার আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার পার চন্দ্রদিঘলিয়া ও চরশুকতাইল গ্রামের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন এবং আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। তার মধ্যে হামিদ ও জসীম নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায় প্রভাবশালী পার চন্দ্রদিঘলিয়া আল-মামুন আলমের নেতৃত্বে চরশুকতাইল গ্রামের চৌরঙ্গী বাজারের ১০ টা দোকান রাম ‘দা‘ দিয়ে কুপিয়ে ছিন্নভিন্ন করে দেয়।চৌরঙ্গী বাজারে অবস্থিত দেশ গড়ি মুক্তিযোদ্ধা নতুন প্রজন্ম ক্লাব যেটা অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান সেটাকে ও ভেঙ্গে ঘুড়িয়ে দেয়। বাজারের পাশের যতগুলো বসতবাড়ী ছিল সব কয়টিই ভাঙ্গচুর করা হয়।বাজারের দোকান পাট ভাঙ্গার সাথে দোকানের ভিতরের টিভি, ফ্রিজ সহ প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে হামলাকারীরা। চৌরঙ্গী বাজারে মার্কেটের ব্যবসায়ী জামাল মোল্লা জানান, হামলা কারীরা আমার দোকানের ক্যাশ থেকে ৯৪ হাজার টাকা সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় জামাল মোল্লা বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় শনিবার গভীর রাতে ২৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here