বাংলাদেশের সকল প্রাইভেট হাসপাতালগুলির চার্জ কমাতে স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান।

0
5

সমাজের কন্ঠ ডেস্ক – বাংলাদেশের সকল প্রাইভেট হাসপাতালগুলির সকল ধরনের চার্জ কমানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ ৭ই এপ্রিল রবিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি বাংলাদেশের সকল প্রাইভেট হাসপাতালগুলির উদ্দেশ্যে এ আহবান জানান।

তিনি বলেন, এখন ৬০ শতাংশ সেবা দেয়া হয় প্রাইভেট হাসপাতালগুলোতে, কিন্তু তারা অনেক বেশি দাম ধরে। আমরা আহ্বান করবো, তারা যেন তাদের চার্জ কমিয়ে আনে।

শিগগিরই দেড়শো নতুন আইসিইউ নির্মাণের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

জাহিদ মালেক বলেন, আগামী দুমাসের মধ্যে আমরা প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে সক্ষম হবো। আর কিছুদিন পরেই আরো ১০ হাজার চিকিৎসক আমরা নিয়োগ দিতে পারব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here