নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোর নতুন হাট একটি ইটভাটার পাশ থেকে ৯৪ পিস স্বর্নের বার ও একটি প্রাইভেটকার সহ ৩ জনকে আটক করেছে ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা।
সোমবার(২০ জানুয়ারি)ভোরে সোনার চালান টি আটক করেন।আটক স্বর্ণের ওজন ১১ কেজি এবং মুল্য ৬ কোটি ৬০ লক্ষ টাকা বলে বিজিবি জানায়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান.গোপন সংবাদে জানতে পারি সোনা চোরাচালানীরা বিপুল পরিমাণ একটি স্বর্নের চালান নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোলের দিকে যাবে ।
এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৯৪ পিস স্বর্নের বার ও একটি প্রাইভেটকার সহ ৩ জনকে আটক করা হয়।
আসামীরা হলো বেনাপোল দুর্গাপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে জাহিদুল ইসলাম , শার্শার আমলাই গ্রামের আনারুলের ছেলে ইয়াকুব আলী ও কুমিল্লার পাঁচকানিয়া থানার মনিরের ছেলে দেলোয়ার হোসেন।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।