কলারোয়ায় বেত্রাবতী নদী খনন করায় ৪শ পরিবার বাস্তুচ্যুতঃ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

0
0

জুলফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা) থেকেঃ সাতক্ষীরার কলারোয়া পৌরধীন গেপিনাথপুর ৬নং ওয়ার্ড বেত্রাবতী নদী খনন কাজ শুরু হয়েছে। ওই নদী খনন কাজ শুরু হওয়ায় ৩০/৪০ঘর ভুমিহীন অসহায় মানুষ মানবেতার জীবন যাপন করছেন। তারা নদীর ধারে খুপড়ি ঘর বেধে বসবাস করতেন। নদী খনন কাজ শুরু হওয়ায় তাদের ঘর ভেঙ্গে দেয়া হয়েছে। এই ছিন্নমুল মানুষেরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। তারা সরকারী ঘর পাওয়ার জন্য পৌর কাউন্সিলর আলফাছ উদ্দীন এর কাছে যান। তিনি কোন সুরহা দিতে না পারায় উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের কাছে নিয়ে আসেন। মঙ্গলবার (৫এপ্রিল) সকালে ওই মানুষেরা একটি করে দরখাস্ত হাতে নিয়ে সরকারী ঘর পাওয়ার আসায় উপজেলা পরিষদ চত্বরে লাইন দিয়ে থাকেন। পরে উপজেলা নির্বাহী অফিসার তাদের সকলের কথা ভাল করে শোনেন এবং তিনি ডিসি মহোদয়ের সাথে কথা বলেন। পরে ইউএনও মহোদয় পৌরসভার মেয়রের মাধ্যমে পৌর এলাকার সকল ওয়ার্ডের ভুমিহীন মানুষের তালিকা প্রস্তুত করে রাখার জন্য বলেন। তিনি আরো বলেন-ফাইলটি পৌরসভায় জমা রাখা হোক। উপজেলা প্রশাসন যখন চাইবে তখন ফাইলটি জমা দিবেন। এদিকে সামনে বর্ষা মৌসুম পৌর এলাকার বেত্রাবতী নদীর ধারে প্রায় ৩/৪শত মানুষের বসবাস। এই মানুষগুলোর ঘর ভেঙ্গে দেয়ায় একদিকে বাসস্থান আর অন্যদিকে কর্মহীন হয়ে পড়েছে। তারা সকলেই সরকারী ঘর পাওয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসাকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here