কলারোয়ায় যাত্রীবাহী বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষঃ আহত অনেক

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাস ও মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০-২৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া আলীয়া মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কলারোয়াব স্বাস্থ্য কমপ্লেক্সলে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস যশোরের উদ্দেশে যাচ্ছিল। এ সময় যশোর থেকে মাছ নিয়ে একটি পিকআপ যাচ্ছিল সাতক্ষীরায়। তারা মাদরাসা মোড়ে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ১৫-২০ জন আহত হয়েছেন।

আহত অবস্থায় কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে, হাবিবুর(৪৯),আমজাদ(৫৫),দিলিপ(৫০),রিদয়(৩০),মফিজুল(৬০),আবু বক্কর(৩৫),বকুল(৩৫),শারমিন(২৮)হাবিব,(৫০),,পারুল(৫০),ইলিয়াস(২১),তুতা পারভিন,খালিলুর ,মোস্তফা।অবস্থা আশংকাজনক হওয়ায় নুরজাহান(৩৫),পারভিন(৩৩),সাদিয়া(৯) ও বিষ্ণুপদ(৩৫) কে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ গাজী আশিক বাহার জানান,খবর পাওয়ার সাথে সাথে সরকারি এ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে সু চিকিৎসার দেওয়া হয়।২৪ ঘণ্টা না যাওয়া পর্যন্ত রোগীদের সম্পর্কে কিছু বলা যাবে না ।

কলারোয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা অপু মিয়া বলেন,খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দীন মৃধা বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত হলেও কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here