নড়াইলে ডিবি পুলিশের পৃথক ঝটিকা অভিযান বিপুল পরিমান অতিথি পাখি সহ গ্রেপ্তার ১

0
0

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ডিবি পুলিশের পৃথক ঝটিকা অভিযান বিপুল পরিমান অতিথি পাখি সহ গ্রেপ্তারকৃত-২। অতিথি পাখি ধরা দÐনীয় অপরাধ অতিথি পাখি ধরা থেকে বিরত থাকুন তাই নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)’র নির্দেশে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১২ টি অতিথি পাখি সহ ২-জনকে গ্রেফতার করে নড়াইল ডিবি জেলা পুলিশের এস আই তাহিদুর রহমান, এ এস আই দুরানত আনিস, কং নারায়ন, মোহন কুনডু, সুফিয়ান, বায়জীদ সহ, নড়াইলের চাঁচুড়ী বাজারে নড়াইল জেলা ডিবি পুলিশের অভিযান অতিথি পাখি বিক্রয় করার সময় মোঃ রিয়াজ মোল­া, তার পিতার নাম বাবুল মোল­া। ১২ টি অতিথি পাখি সহ গ্রেফতার করে নড়াইলের কালিয়া থানায় সোপর্দ কেের। অপরদিকে জেলা গোয়েন্দা শাখার এসআই সেলিমের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম পাখি শিকারিকে ধরার অভিযান পরিচালনা করেন। নড়াইলের লোহাগড়া থানা বাটিকা বাড়ী গ্রামের মৃত বাবু কাজির ছেলে, আমিরুল কাজি কে অসংখ্য অতিথি পাখিসহ গ্রেপ্তার করে, নড়াইলের লোহাগড়া থানায় সোপর্দ। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন অতিথি পাখি ধরা দÐনীয় অপরাধ অতিথি পাখি ধরা থেকে বিরত থাকুন। উক্ত অতিথি পাখি শিকারিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here