আহসান উল্লাহ, বিশেষ প্রতিনিধিঃ যশোর কেশবপুর উপজেলার ১ নং ত্রিমোহিনী ইউপিতে নৌকার প্রার্থীর বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা মামলা ভাঙচুর-মারপিট ও বোমা বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে ত্রিমোহিনী বাজারের মেইন রোডের দুপাশে প্রায় এক কিলোমিটার জুড়ে হাজার হাজার নারী-পুরুষ সমন্বয়ে মানববন্ধনের মাঝে সংবাদ সম্মেলনে করেন আনারস প্রতীকের প্রার্থী এস এম আনিছুর রহমান। সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বক্তব্যে তিনি বলেন আমি আসছে আগামী ৫ জানুয়ারি কেশবপুর ১ নং ত্রিমোহিনী ইউপি নির্বাচনে আনারস প্রতীকে নির্বাচন করছি। আমি আমার কর্মী ও সমার্থকদের নিয়ে সুষ্ঠু পরিবেশে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে আসছি। কিন্তু প্রতিপক্ষ নৌকা প্রতীক-সমর্থিত প্রার্থী শেখ তৌহিদুজ্জামান আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হইয়া বিভিন্নভাবে আমার কর্মী ও সমর্থকদের উপর বহিরাগত সন্ত্রাসী দিয়ে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। গত ২৬ ডিসেম্বর তার বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমার নির্বাচনী অফিস ও কর্মীর বাড়ি ভাঙচুর সহ মারপিট করেন। এরপর ও আমার কর্মীসমর্থকরা শান্ত পরিবেশে নির্বাচন পরিচালনা করে আসছে। কিন্তু নৌকা প্রতীকের প্রার্থীর নির্দেশে বহিরাগত সন্ত্রাসীরা ধারাবাহিক ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। একপর্যায়ে গত ২৮ ডিসেম্বর নৌকার প্রার্থী গোপালপুর বাজারে নির্বাচনী সমাবেশ শেষ করে একই বাজারে আমার নির্বাচন অফিস ভাঙচুর করেছে। তারপর বহিরাগত ঐ সন্ত্রাসী বাহিনী বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চালিয়ে আমার নেতাকর্মীদের ভয়-ভীতি দেখায় এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। যার কারণে আমি ও আমার কর্মীরা সঠিকভাবে নির্বাচনী কার্যক্রম চালাতে পারছে না। এমনকি আমিও নিরাপত্তাতাহীনতায় ভুগছি। তাই আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং নির্বাচন আচরণবিধি মেনে পাঁচই জানুয়ারি নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে পারে তার জন্য জোর দাবী জানিয়েছেন আনারস প্রতীকের প্রার্থী। তিনি আরো বলেন আমার কর্মী ও সমার্থকদের মিথ্যা হয়রানি বা হয়রানী মুলক মামলা না হয় সেদিকে খেয়াল দিতে প্রশাসনের প্রতি জোর আহবান জানিয়েছেন তিনি।