সাতক্ষীরা তালায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত 

0
0
জহর হাসান সাগর, তালা প্রতিনিধি।
সাতক্ষীরার তালা উপজলায় প্রশাসনের  ^উদ্দোগে স্বাধীনতা দিবসের  ৫০ বছর পুর্তি  উপলক্ষে সুবর্ণ
 জয়ন্তী  পালন করা হয়েছে স্বাধীনতা যুদ্ধে  অংশ গ্রহনকারী বীর শহীদদের  পরিবার ও মুক্তিযোদ্ধাদের  সম্বর্ধনা প্রদান করা হয়ছ।
শুক্রবার (২৬ মার্চ) সকাল স্বাধীনতা স্মতি স্তম্ভ তালা উপজলা নির্বাহী কর্মকর্তা মাঃ তারিফ-উল-হাসান’র সভাপতিত্ব বক্তব্য রাখেন , উপজেলার  সাবেক ডেপুটি   কমান্ডার  বীর মুক্তিযাদ্ধা আলাউদ্দীন জায়ার্দ্দার, বীর মুক্তিযাদ্ধা মাঃ মফিজ উদ্দীন, শহীদ মুক্তিযাদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইসলাম, মহিলা কলেজের সাবেক   অধ্যক্ষ আব্দুর রহমান উপজেলা পরিষদের  ভাইস চয়ারম্যান সরদার মশিয়ার রহমান  ভাইস চয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাপড়ি ও সাস’র নির্বাহী পরিচালক শেখ  ইমান আলী। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায়  ছিলেন  উপজলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন  নাহার।
অনুষ্ঠানে  শহীদ মুক্তিযাদ্ধা পরিবারের  সদস্য  ও বীর মুক্তিযোদ্ধাদের উপহার প্রদান করা হয়।  এছাড়া সকালে  তালা সরকারী কলেজ  মাঠে  উপজলা প্রশাসনের উদ্যোগে  তালা থানা পুলিশ, আনছার, ভিডিপি ও বিভিন শিক্ষা প্রতিষ্ঠান তালায় স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহন করে
 স্বাধীনতা দিবস উপলক্ষ  জাতীয় পতাকা উত্তালন,কুজকাওয়াজ ও ডিসপ্ল প্রদর্শিন করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here