এমপি মাশরাফি মোর্তজাকে একহাত নিলেন ও কিছু প্রশ্ন ছুড়ে দিলেন ডাঃ তুষার

0
1

সমাজের কন্ঠ ডেস্ক – সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের কাপ্তান মাশরাফি বিন মোর্তজা হঠাৎ বিকাল ৩টার পর নিজ নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে যেয়ে কোনো চিকিৎসককে উপস্থিত না পাবার পর স্বাস্থ্য মন্ত্রণালয় সেসব চিকিৎসকদের ওএসডি করেন।

ছুটি বিহীন হাসপাতালে অনুপস্থিত থাকা নড়াইল সদর হাসপাতালের চার চিকিৎসককে ওএসডি এবং চার চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে জনপ্রিয় উপস্থাপক ও ডাঃ আব্দুন নুর তুষার মাশরাফি মোর্তজাকে এক হাত নিয়েছেন। সেখানে ডাঃ ‍তুষার নিজে এমপি মাশরাফি মোর্তজাকে কিছু প্রশ্নও ছুড়ে দিয়েছেন।

তুষারের সেই বক্তব্য তুলে ধরা হলো-

প্রিয় ম্যাশ, (মাশরাফি)

আপনি কি ১১ জনের দলে ৪ জন নিয়ে ক্রিকেট খেলতে রাজী হবেন?

তাহলে ২৭ জনের জায়গায় ৭ জন দিয়ে হাসপাতাল চলে কিভাবে সে প্রশ্ন সংসদে করেন!

প্রশ্ন করেন ৩০০ বেডের হাসপাতালে ১৮০০ রোগী ভর্তি করলে, ডাক্তার নার্স কেন ছয়গুন বেশী নিয়োগ দেয়া হয় না।

স্টোরে গিয়ে প্রশ্ন নয়, স্বাস্থ্য মন্ত্রীকে প্রশ্ন করেন হাসপাতালে স্টোরগুলি কি যথাযথভাবে ঔষধ সংরক্ষনের জন্য মানসম্মত ?

ম্যাশ, আন্তর্জাতিক নিয়মে যে কোন স্টেডিয়ামে খেলা চলাকালীন দর্শকদের জন্য ডাক্তার নার্স এমনকি নেবুলাইজার , অ্যামবু ব্যাগ , ডিফিব্রিলেটর থাকতে হয়।

মিরপুর স্টেডিয়ামে কোথায় সেই ডাক্তার বসেন , ডি ফিব্রিলেটর আছে?

আশা করি আগামীতে খেলার আগে মাঠে এগুলা নাই কেন সেটা ক্রিকেট বোর্ডে জিজ্ঞাসা করে ,সেই ভিডিও ভাইরাল করবেন!

মেরুদন্ডহীন ডাক্তার সমাজকে ও এস ডি করা যতো সোজা, রোগীর জন্য সেবা নিশ্চিত করা ততো সোজা না।

আপনার জেলা হাসপাতালে কার্ডিওলজিস্ট আছে, তার জন্য সব যন্ত্রপাতি আছে কিনা প্রশ্ন করেন।

বল ছাড়া ক্রিকেট খেলতে পারবেন? তাহলে আধুনিক দুনিয়ায় চিকিৎসার জন্য কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন এবং পেস মেকার বসানোর যন্ত্রপাতি আছে আপনার হাসপাতালে? সেটা জানতে চান। না থাকলে কার্ডিওলজিস্ট থাকা আর তার ছবি দেয়ালে ঝুলায়্ রাখা একই কথা।

ওটি তে যে এ সি আছে সেটায় হেপা ফিল্টার আছে? সেন্ট্রাল মেডিকেল গ্যাস সাপ্লাই?

আপনাকে কি ক্রিকেট বোর্ড খেলার জন্য বল ব্যাট দেয়?

প্রশ্ন করেন কার্ডিওলজিস্ট যে বিশেষ কার্ডিয়াক স্টেথো দিয়ে রোগীকে পরীক্ষা করে সেটা কি সরকার দেয়? সরকার প্রেসকিপশন লেখার কাগজ দেয়? সরকারি আউটডোর স্লিপে বিএমডিসি নাম্বার থাকে? জায়গা আছে সব ওষুধের নাম লেখার? কলম দেয় ? ডাক্তারের নাম ও নাম্বার ছাড়া সকল প্রেসক্রিপশন কিন্তু অবৈধ।

এভাবে অসম্মান , অপমান সয়ে , ঢাল তলোয়ারহীন নিধিরামগিরি করে ডাক্তারী করাটা পুরো ডাক্তার সমাজের একটা বিরাট ফাইজলামি। সকলকে ও এস ডি করে, দানের গরু (ডিজি) অফিসে ন্যাস্ত করে দেন। জাতি ফাজিলদের হাত থেকে রক্ষা পাক।

একটা অপ্রিয় কথা বলি , ক্ষমা প্রার্থনা পূর্বক।

আপনি বেতন নেন খেলায় জেতার জন্য, উইকেট পাওয়ার জন্য। তারপরে দুই চারটা টুরনামেন্টে রানার আপ হয়ে বেতনের অতিরিক্ত প্লট পান, কোটি টাকা এক্সট্রা পান। তাহলে বেতন নেন কি খেলার মাঠে যাওয়া আসা করার জন্য?

চাবকায়া ছাল তুলে ফেলেন ডাক্তারদের। কিন্তু একটু প্রশ্ন করেন। মায়ের পেটের মধ্যে গুলি খাওয়া শিশুকে বাঁচালে কোন ডাক্তার কিন্তু প্লট উপহার পায় না। হাজার টাকা এক্সট্রা পায় না।কারা গোলাগুলি করেছিল সেটা পত্রিকায় দেখে নেবেন।

ডাক্তারদের অন্যায় থাকলে সেটার শাস্তি হোক। কিন্তু এলাকার লোককে তো স্বাস্থ্য সেবা দিতে হবে। তাই প্রশ্ন করতেই হবে। উত্তরও দরকারী।

আল্লাহ আপনাকে আরো বড় করুক।

এত বড় যাতে আপনি একদিন এসব প্রশ্ন করতে পারেন সংসদে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here