কলারোয়ার কেরালকাতায় বিট পুলিশিং এর সমাবেশে..অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান

0
0

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃসাতক্ষীরার কলারোয়ার কেরালকাতায় বিট পুলিশিং এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ডিসেম্বর) বিকেলে কেরালকাতা ইউনিয়ন পরিষদ হলরুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম
মোরশেদ আলী (ভিপি মোরশেদ) এর সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার,যুদ্ধকালিন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বলেন, সবচেয়ে বড় মাদক কিশোর কিশোরীদের হাতে স্মার্টফোন।গ্রামে গ্রামে খেলার মাঠ কমেগেছে। অভিভাবকদের এখনি তাদের সন্তানদের গাইড
করতে হবে। অপ্রাপ্তবয়স্ক সন্তানের হাতে মোবাইল ফোন দেওয়া যাবেনা। তাদের খেলার মাঠে আনতে হবে। তাহলে সমাজ থেকে মাদক ও ইভটিজিং নির্মূল হবে। সকলকে ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে হবে উল্লেখ করে (সদর সার্কেল) আরও বলেন, আমরা
সাতক্ষীরায় সেই ১৩-১৪ সালের মত আর কোনো সহিংসতা দেখতে চায়না। আমরা সকলে একত্রে সাতক্ষীরা কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই। মাদক একটি জাতিকে ঘুম পড়িয়ে রাখে। মাদক সকল উন্নয়নের অন্তরায়। কেরালকাতা ইউনিয়নে
কোনো মাদক, সন্ত্রাস থাকবেনা। মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে হবে। এসব বিষয়ে আপনারা পুলিশকে জানান। পুলিশ রাত দিন ২৪ ঘন্টা আপনাদের পাশে রয়েছে। উল্লেখ্য-মাদক, মানব পাচার, চোরাচালান, জঙ্গি, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ কল্পে ৮নং কেরালকাতা ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here