কলারোয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

0
0

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃসাতক্ষীরার কলারোয়ায় নানান আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি পালনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় সোমবার (১২ডিসেম্বর) সকালে উপজেলা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর সদরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে আলোচনা সভায় মিলিত হয়। প্রগতিশীল প্রযুক্তি,অন্তর্ভূক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা
পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম রোকনুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভ্রাংশু শেখর দাস, উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার
হারুন-অর-রশিদ, উপজেলা সিভিল ডিফেন্স কর্মকর্তা অপু বিশ্বাস, আনছার-ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সূধিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here