বেনাপোলের শ্রমিক নেতা সহিদ আলীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করায় থানায় অভিযোগ

0
0

নাজিম উদ্দীন জনিঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলীর বিরুদ্ধে,Md.Ayash Mamun নামের ফেসবুক আইডি থেকে মিথ্যা বানোয়াট অপপ্রচার করায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

রবিবার(৯ ফেব্রুয়ারী) বিকালে ভুক্তভোগী সহিদ আলী বেনাপোল পোর্ট থানায় হাজির হয়ে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী নামে গত ইং ৩/০২/২০২৫ তারিখে Md.Ayash Mamun নামের এক অজ্ঞাতনামা সীমান্তে তথ্য ফেসবুক পেজ থেকে তার সম্মান নষ্ট করার লক্ষ্যে, বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়ে সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালচ্ছে।
এ ধরণের মিথ্যা বানোট অপপ্রচার করায় তার মান সম্মান ক্ষুন্ন হয়েছে। এ জন্য তিনি প্রশাসনের কাছে ফেসবুক আইডি কে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে অভিযোগ দায়ের করেন।

বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া জানান,এ বিষয়ে তিনি একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে অপপ্রচার কারিকে দ্রুত আইনির আওতায় আনা হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here