রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

0
1
সোহেল রানা -রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর মোহনপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও একজন পথচারী মারা গেছেন। আজ রবিবার সকালে উপজেলার মৌগাছি ইউনিয়নের তেঁতুলতলায় অবস্থিত যমুনা জুট মিলের সামনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকার নাজমুল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক সিফাত হোসেন (২০) ও রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটের মৃত বরকত আলীর ছেলে পথচারী খায়ের আলী (৫০)।
স্থানীয়দের বরাত দিয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, মৌগাছি ইউনিয়নের তেঁতুলতলায় থাকা যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ সড়কের ওপরে থাকা পথচারী খায়ের আলীকে ধাক্কা দেন মোটরসাইকেল চালক। এ ঘটনায় পথচারী আহত হন।
আর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক সিফাত নিজেও রাস্তায় ছিটকে পড়েন। পরে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে নেওয়ার পরপরই তাদের দুইজনের মৃত্যু হয়।
ওসি জানান, নিহত দুইজনের মরদেহ ময়না তদন্তের জন্য বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোঃ মাসুদ (৩৫) রামনগর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলীর বড় ছেলে। সে একজন ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন।
রোববার বেলা ১১ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার আমনুরা রোড গোরস্থান সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১ টার দিকে মাসুদ মোটরসাইকেল যোগে আমনুরার দিকে যাচ্ছিলেন মাসুদ। এসময় পথমধ্যে ট্রাক নিয়নন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here