বর্তমান সময়ে ছাত্রলীগের বেশিরভাগ কার্যক্রম জঙ্গিদের কার্যক্রমের মতোই – ভিপি নুর

0
0

আল আমিন (ঢাকা) – বর্তমান সময়ে বাংলাদেশ ছাত্রলীগের বেশিরভাগ কার্যক্রমকে জঙ্গিদের কার্যক্রমের সঙ্গে তুলনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। এ সময় প্রধানমন্ত্রীর কাছে তার ওপর বারংবার হামলার উপযুক্ত বিচার চান তিনি।

আজ ২৯শে মে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নুর এসব কথা বলেন। বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে ভিপি নুরুল হক নুরসহ তার সঙ্গীদের ওপর  ধারাবাহিক হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

নুর বলেন, ‘তাদের (ছাত্রলীগ) যে কার্যক্রম এটা আমাদের কাছে সাম্প্রতিকালে জঙ্গিদের কার্যক্রম সাদৃশ্য মনে হচ্ছে।’

এ সময় প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা ও নিজের ওপর হামলার বিচার চেয়েছেন ভিপি নুর। তিনি বলেন, ‘দেশে আইনের শাসন থাকলে প্রধানমন্ত্রী এর দৃষ্টান্তমূলক বিচার করে দেখাবেন।’

ছাত্রলীগের এমন কার্যক্রম জনগণ প্রতিহত করবে জানিয়ে ডাকসুর ভিপি বলেন, ‘ছাত্রলীগ ধারাবাহিক সন্ত্রাসী কার্যক্রম করতে থাকলে এক সময় জনগণ তা প্রতিহত করবে।’

প্রসঙ্গত, গত রোববার বিকেল ৫টার দিকে বগুড়া উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সামনে ভিপি নুরসহ তার সঙ্গীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নুরসহ অন্তত ২০ জন আহত হন।

এর আগের দিন ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার মাহফিলে যোগ দিতে গেলেও ছাত্রলীগের নেতাকর্মীরা ভিপি নুরকে বাধা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here