জনি আহম্মেদ (শার্শা) – যশোরের শার্শার মাননীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, একজন শিক্ষিত মা শিক্ষিত জাতি উপহার দিতে পারে। সন্তানই মায়ের শ্রেষ্ট্র সম্পদ। এজন্য সন্তানকে সু নাগরিক হিসাবে গড়ে তুলতে মা দের কে আরো যত্নবান হতে হবে।সন্তান কে আদর্শবান হিসাবে গড়ে তুলতে শিক্ষকের চাইতে মা এর ভূমিকা সবচেয়ে বেশী। বৃহঃস্পতিবার শার্শাা কেরালখালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় ৩কোটি টাকা ব্যায়ে কেরালখালি পাড়িয়ার ঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন,সংবর্ধনা ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ রাখেন। বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি সেলিম রেজা বিপুলের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক আসিফ -উদ দোলা সরদার আলোক,উপজেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজামান,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,চেয়ারম্যান আবুল কালাম,আলীম রেজা বাপ্পি প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও মেধাবী শিক্ষার্থীদেরকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
ভালো