যশোরের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ জুনের মধ্যে চালু হবে ডিজিটাল হাজিরা পদ্ধতি

0
0
ছবি - সংগৃহীত

যশোর প্রতিনিধি – যশোর জেলার অধীন জেলা ও প্রতিটি উপজেলার প্রাথমিক বিদ্যালগুলিতে আগামী ৩০ জুনের মধ্যে চালু হতে যাচ্ছে ডিজিটাল হাজিরা পদ্ধতি।প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে যশোর জেলার সকল প্রাথমিক বিদ্যালয়গুলিতে চালু হতে যাচ্ছে ডিজিটাল হাজিরা পদ্ধতি। এসকল বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পাশাপাশি সকল শিক্ষকদেরও একই পদ্ধতিতে হাজিরার ব্যবস্থা করে সকল প্রাথমিক বিদ্যালয়গুলিতে তাদের সময়মতো ও নিয়মিত হাজিরা নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। ডিজিটাল হাজিরা পদ্ধতি শিক্ষার গুণগতমান বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল আলম বলেন, শিক্ষার গুণগতমান বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের  উপস্থিতি নিশ্চিতকরনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডিজিটাল হাজিরা পদ্ধতি। স্কুল ব্যবস্থাপনা উন্নয়ন স্লিপ ফান্ডের টাকা দিয়ে যশোরের সব উপজেলার সরকারি প্রাথমিক স্কুলে বায়োমেট্রিক হাজিরা মেশিন বসানো হচ্ছে। ইতিমধ্যে ডিজিটাল হাজিরা পদ্ধতির মেশিন স্থাপনের কাজ চলছে। বিষয়টি নিয়ে যশোর জেলার সকল উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে  অবহিত করা হয়েছে। চলতি বছরের ৩০ জুনের মধ্যে এই বায়োমেট্রিক হাজিরা মেশিন বসানোর কাজ সম্পন্ন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here