গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা – তালা রাস্তার বেহাল দশা

0
0

মোঃ আজমানুর রহমান, গোপালগঞ্জ:

বিশেষ প্রতিবেদন –

বিশেষ প্রতিবেদন:

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বিজয়পাশা থেকে শুরু করে তালার বাজার খাঁ মোড় পর্যন্ত প্রায় কিলোমিটার রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়েছে। সেই সাথে সদর উপজেলার বিজয়পাশা-তালার বাজার রাস্তাটি যেন মরন ফাদেঁ পরিনত হয়েছে

এসব পাকা রাস্তায় প্রায় সবটুকু জায়গার কার্পেটিং উঠে গিয়ে হাজারো গর্ত সৃষ্টি হয়েছে। সে সাথে রাস্তা চলাচলে একেবারে অনুপযোগি হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে ওই এলাকার হাজারো মানুষ যানবাহন এই পথেই চলাচল করছে। রাস্তায় চলতে গিয়ে হরহামেশা দুর্ঘটনার স্বীকারও হচ্ছেন অনেকে। এলাকাবাসীরা গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামতের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন

সড়ক জনপথ বিভাগের আওতাধীন রাস্তাটি দীর্ঘ কয়েক বছর আগে সংস্কার হওয়ার পর আবারও ব্যবহার অনুপযোগি হয়ে পড়েছে।  কার্পেটিং উঠে গিয়ে ইটসুড়কি বেরিয়ে পড়েছে। যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। সড়কের দুপাশে মাঝেমধ্যে ভেঙ্গে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে

প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক, মাইক্রো, চার্জার ভ্যান, রিকশাসহ বিভিন্ন যানবাহনে হাজার হাজার মানুষ চলাচল করে। স্কুলকলেজগামী ছাত্রছাত্রীসহ ব্যবসাবানিজ্যের ক্ষেত্রে সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাস্তাটিতে চলতে গিয়ে পথচারিদের যেমন সময়ের অপচয় হচ্ছে ঠিক তেমনি রয়েছে জীবনের ঝুঁকি।

গোপালগঞ্জ সদর থানা আওয়াতাথীন থাকা সত্ত্বেও জেলা শহরের সংযোগ সড়ক সহ অন্যান্য রাস্তাগুলি নষ্ট হলেও দ্রুত সরকারি ভাবে মেরামতের উদ্যোগ নেয়া হচ্ছেনা, রাস্তাটিতে যেন নজর পড়ছেনা কারোরই

 

ব্যাপারে ভ্যান চালক সাইমন বলেন, আমাদের এই রাস্তা দিয়ে ভ্যান চালিয়ে টাকা রোজগার করতে খুব হয় ।তারপরেও যা রোজাগার করি তাঁর বেশির অংশই চলে যায় ভাঙ্গা রাস্তার জন্য ভ্যান মেরামতেই।

অন্যদিকে কলেজপড়ুয়া ছাত্র জয় সরকার বলেন, রাস্তার এই বেহাল দশার জন্য আমাদের কলেজে যেতে অনেক ভুগান্তির শিকার হতে হয়।যাতায়াতের জন্য গাড়ী পাওয়া যায় না।অসুস্থ রুগীকে চিকিৎসার জন্য হাসপাতাল বা ক্লিনিকে নিতে বিপাকে পরতে হয় আমাদের।   

 

এই সড়কটাকে সংস্কারন করে যাতায়াতের সুব্যবস্থা করে দেওয়াটাই এলাকাবাসীর একমাত্র দাবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here