কলারোয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২২’ কার্যক্রমের উদ্বোধন

0
0

তরিকুল ইসলাম,সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২২’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ‘সঠিক পুষ্টিতে সঠিক জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার(২৩ এপ্রিল) সকাল ১০ টায় স্বাস্থ্য শিক্ষাকেন্দ্রে সচেনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনসচেতনতা বৃদ্ধি ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবর রহমান। উদ্বোধণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার গাজী আশিক বাহার ও মেডিকেল অফিসার ডাক্তার আসিক আহমেদ সহ স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে  কিশোর- কিশোরীদের ঘরে তৈরী পুষ্টিকর খাবার খাওয়া ও  সকলকে স্বাস্থ্যববধি অনুসরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহনের উপর গুরুত্ব আরোপ করা হয় । উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপি জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, প্রচার প্রচারনা,আলোচনা সভা ও তৃণমূল পর্যায়ে বসবাসকারী মানুষদেরকে পুষ্টি খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়েছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here